Posts

Showing posts with the label freedom struggle

Book on Netaji Released on 125th birth anniversary of Netaji

Image
 "দেশপ্রেম করে যেই জন , সেই জন সেবিছে ঈশ্বর" -  নেতাজি সুভাষচন্দ্র বারবার এই মহতী কথা মনে করিয়ে দিয়েছেন পরাধীন ভারতবর্ষকে। উদ্ধৃত উক্তিটি প্রমাণ করে যে নেতাজি ছিলেন  যথার্থ অনুগামী স্বামীজির যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন:  "জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর"।    আজ তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী।  এই মহতী উপলক্ষে গোলপার্ক রামকৃষ্ণ মিশন  যুগপুরুষ ও যুগন্ধর দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে জ্ঞাপন করলেন একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য: "বিবেক -দ্যুতিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র"। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ( আন্তর্জালিক ভাবে) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুরঞ্জন দাস, রামকৃষ্ণ মঠ ও মিশনের জেনারেল সেক্রেটারি শ্রীমৎ স্বামী সুবীরানদজী মহারাজ, সহ জেনারেল সেক্রেটারি শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। সশরীরে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্নানন্দজী মহারাজ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্রীমতি সবুজকলী সেন। ব্যক্তিগত ভাবে আমি গর্বিত এমত একটি মহতী উদ্যোগে সামিল হতে পেরে। বহু বিশিষ্ট লেখক, ...