Posts
Showing posts from January, 2021
Netaji Subhas Chandra -images from past
- Get link
- X
- Other Apps
রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকাবাসীর মুক্তি দূত হিসেবে নেতাজি সেদিন যেভাবে পূর্ববঙ্গে এসেছিলেন জেমস বন্ড চরিত্র তখন সৃষ্টি হলে নিঃসন্দেহে নেতাজির পা ছুঁয়ে প্রণাম করে হলিউডে নাম লেখাতেন। ১৯৩১ সালের অক্টোবরে ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর এলজি ডুর্নোকে গুলি করে হত্যা করে পলাতক হলেন বিপ্লবী সরোজ গুহ ও রমেণ ভৌমিক।পুলিশ এই দুজন বিপ্লবীকে ধরতে যখন ব্যর্থ হলো তখন সমস্ত আক্রোশ গিয়ে পড়ল ঢাকাবাসীর ওপর।ব্রিটিশ প্রশাসন এবং পুলিশের নির্মম অত্যাচারে অসহায় ঢাকাবাসী।বিপ্লবীদের সন্ধানে ঢাকা শহরের বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশির নামে লুটপাট ভাংচুর এমনকি শিশু থেকে বৃদ্ধ পুলিশের নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি।এমতাবস্থায় খবর পেয়ে ছুটে এলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ইংরেজ কর্তৃপক্ষ তাকে সতর্ক করলেন ঢাকা শহরে না ঢুকতে।কিন্তু বিদেশি শাসকদের এই রক্তচক্ষুকে পাত্তা দেয়ার অভ্যাস নেতাজির রক্তে নেই। স্টিমারযোগে নারায়ণগঞ্জ নামতেই গ্রেফতার করা হলো এবং কিছু সময় আটকে রেখে নেতাজিকে পরবর্তীতে একখানা স্টিমারে কুমিল্লার চাঁদপুর প্রেরণ করা হয়।’ কিন্তু নেতাজি ঢাকা পৌঁছানোর ব্যাপ...
Netaji Subhas's unfinished autobiography 'An Indian Pilgrim' - selected extract (1st part)
- Get link
- X
- Other Apps